Welcome to Yhsur Buy
Our providing service
- bKash & Rocket Payment.
- Amazon, AliExpress, eBay all product from Bangladesh.
- 30 Days money back guaranty.
Yhsur Buy কি?
- প্রথমে আপনি যে পন্যটি কিনতে চান তার লিংক আমাদের গ্রুপে পোস্ট করুন অথবা আমাদের পেজে ম্যাসেজ করে অথবা আপনার পন্যের লিংকসহ বিস্তারিত জানিয়ে আমাদের কাছে ই-মেইল (@gmail.com) করতে পারেন। তারপর আমরা আপনাকে জানিয়ে দিব যে কত টাকা এবং সর্বোচ্চ কতদিন লাগতে পারে।
- (পন্যের মূল্য x ৯0 টাকা)+(পন্যের শিপিং খরচ যদি থাকে x ৯0)+কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ ১০০ টাকা। উদাহরনঃ মনে করেন, আপনি একটি মোবাইল ফোন আনতে চাচ্ছেন যার মূল্য ৫০ ডলার, শিপিং খরচও আছে ২ ডলার এবং আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় নিতে চান তাহলে টোটাল কত খরচ পরবে? = (৫০x৯0)+(২x৯0)+১০০ = ৪৭৮০/- টাকা মাত্র।
------কিছু গুরুত্বপূর্ন বিষয়------
- যেই পণ্যটি কিনতে চাচ্ছেন সর্বপ্রথম তা সার্চ দিবেন তারপর ঐ পণ্য গুলির ফিডব্যাক গুলো দেখবেন আর দেখবেন পণ্যটি কত জন ক্রেতা কিনেছে। যারা এই পন্যের ব্যাপারে ভাল ফিডব্যাক দিয়েছে। ঐ পণ্যটি অর্ডার করবেন। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একি পণ্য অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে পণ্য অর্ডার না করাই ভাল।
- বর্তমানে আমাদের পেমেন্ট গ্রহন করার দুইটিমাত্র মাধ্যম চালু আছে...
০১. বিকাশ(পার্সোনাল)-নম্বরঃ ০১৯১৯৬৪৯৬৪৯, ০১৭৫০৬৪০৫১৭, রকেট(পার্সোনাল)- নম্বরঃ ০১৭৫০৬৪০৫১৭৯
এক্ষেত্রে ১.৮৫% অর্থাৎ হাজারে ১৮.৫০ বিকাশ/রকেট চার্জ দিতে হবে।
০২. তবে বিশেষ প্রয়োজনে ব্যাংক এ পেমেন্ট নেয়া হতে পারে, সে ক্ষেত্রে অ্যাডমিন অথবা পেজের সাথে যোগাযোগ করে ব্যাংক ডিটেইলস নিয়ে নিতে পারেন।
০৩. শুধু মাত্র অ্যাডমিন অথবা পেজের সাথে যোগাযোগ করে লেনদেন করবেন।
০৪. নির্ধারিত বিকাশ বা রকেট নাম্বারের বাহিরে লেনদেন করবেন না, অন্য কোন নাম্বারে পেমেন্ট করে প্রতারিত হলে সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ি থাকবেনা।
০৫. আপনাকে আগে পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারব। কেননা অর্ডার করতে হলে আমাদেরকেও আগে পেমেন্ট করতে হয়। তা না হলে আমরাও আপনাদের কাছ থেকে আগে পেমেন্ট নিতাম না।
শিপিং সম্পর্কিত তথ্যঃ
০১. পন্য ডেলিভারি ফি ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে ৭০টাকা ( ৫০০গ্রামের নিচের পন্য ) এবং ঢাকার বাহিরের কুরিয়ার ফি ১০০টাকা ( তবে বড় বা ভারি পন্যের ক্ষেত্রে ফি বাড়তে পারে ) ।
০২. পন্য ডেলিভারি পাঠানো হবে ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে প্রতি রবিবার এবং মঙ্গলবার, ঢাকার বাহিরে প্রতি রবিবার, সেক্ষেত্রে ঢাকার ভিতরের ডেলিভারি রিকোয়েস্ট অন্তত একদিন আগে জানাতে হবে, এবং ঢাকার বাহিরের শনিবারের মধ্যে জানাতে হবে।
০৩. পন্য ডেলিভারি নেয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিনকে অথবা পেজে পুনরায় নাম,ফোন নাম্বার,অ্যাড্রেস এবং অর্ডার নাম্বার দিতে হবে।
০৪. ঢাকার বাহিরের ডেলিভারি ফি অগ্রিম দিতে হবে, যদি ডেলিভারি ফি পরিশোধ করা না থাকে তাহলে ডেলিভারি স্থগিত করা হবে।
০৫. পন্য আমাদের হাতে আসার কার্যদিবস হতে ৪৫ দিনের মধ্যে পন্য বুঝে নিবেন অবশ্যই, ৪৫দিনের পর যদি পন্য হারানো যায় বা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
রিফান্ড সম্পর্কিত তত্থ্যঃ
০১. প্রত্যেকটি পন্য শিপিং-এ সর্বোচ্চ ১৫-৬০ দিন লাগতে পারে । তাই উক্ত সময়ের মধ্যে যদি পন্য না আসে সে ক্ষেত্রে ৬০ দিনের পর রিফান্ড ক্লেইম করা হবে , টাকা রিফান্ড আসার পরই আপনাদের দেয়া হবে, সে ক্ষেত্রে ৬৫-৭৫ দিন লাগতে পারে , তবে কিছু কিছু সময় আর বেশিও লাগতে পার।
০২. পন্যের পরিমান বা মান জনিত সমস্যার কারনের রিফান্ড নিতে হলে অবশ্যই আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে, তবে কোন ধরনের অসচ্ছ বা সন্দেহজনক প্রমান গ্রহণযোগ্য হবেনা।
০৩. কাস্টমস ট্যাক্স কৃত পন্য রিফান্ডের জন্য অবশ্যই আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে, সে ক্ষেত্রে ট্যাক্সের টাকা রিফান্ড করা হবেনা।
০৪. রিফান্ড কৃত টাকা অবশ্যই শুধুমাত্র পন্যের দামই পাবেন, কোন ধরনের ফি রিফান্ড করা হবেনা ( যেমন বিকাশ ফি, রকেট ফি )
প্রি-অর্ডার ফর্ম ( টাকা পাঠানোর পর ফর্ম টি কমপ্লিট করবেন অবশ্যই )
No comments:
Post a Comment